নিউইয়র্কে নিহত ইমামের মরদেহ আসছে কাল

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬

সংবাদদাতা, হবিগঞ্জ : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত স্থানীয় আল-ফুরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিনের মরদেহ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশে আনা হবে।

নিহত ইমাম আলাউদ্দিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোছাপাড়ায়। আগামী ১ সেপ্টেম্বর গ্রামের বাড়িতে ৯০ বছর বয়সী মাকে দেখার জন্য দেশে ফেরার কথা ছিল আলাউদ্দিনের।
এদিকে, ছেলের মৃত্যুর সংবাদ এখনো তার বৃদ্ধা মা আমিনা খাতুনকে বলা হয়নি। ছেলেকে দেখার অপেক্ষায় আজও প্রহর গুণছেন শতবর্ষী ওই মা!
মাওলানা আলাউদ্দিনের বড় ছেলে ফয়েজ উদ্দিন জানান, তার বাবার মরদেহ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এ দিন বিকেল সাড়ে ৩ টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এবং তৃতীয় জানাজা বাদ আছর চুনারুঘাট উপজেলার আমুরোড ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
গত শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে লিবার্টি অ্যাভিনিউয়ের কাছে গুলি করে হত্যা করা হয় ইমাম আলাউদ্দিনকে। এ ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ