জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে গতকাল অনুষ্ঠিত শিক্ষক-অভিভাবক সমাবেশে বক্তারা বলেছেন শিক্ষার্থীদের সার্বিক ব্যবপারে খোঁজ রাখার ক্ষেত্রে অভিভাবকদের আরো দায়িত্বশীল ভ’মিকা পালন করতে হবে। জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে ।তারা জঙ্গীবাদের ব্যাপারে সচেতনতার উপর গুরুত্বারোপ করে বলেন আমাদের সন্তানেরা কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে সে ব্যপারো আগের চেয়ে আরো বেশী সতর্ক দৃষ্টি রাখতে হবে। জামেয়ার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গোলাম রব্বানীর সভাপতিত্বে অনষ্ঠিত ফলাফল পর্যালোচনা ও উদ্বুদ্ধকরণ সভায় বক্তার একথাগুলো বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুস শাকুর, বক্তব্য রাখেন স্কুল ইনচার্জ আবুল কালাম আজাদ,কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার,নার্সারী বিভাগের ইনচার্জ সেলিনা আক্তার ক্রৌরি প্রভাষক মোস্তফা কালাম, সিনিয়র শিক্ষক আব্দুর রব, সিনিয়র শিক্ষক এনামুল হক ,সিনিয়র শিক্ষক মুহাম্মাদ মুহিব আলী, প্রভাষক আব্দুল আল মামুন, সিনিয়র শিক্ষক আব্দুল মোতালেব, প্রভাষক এইচ এম ফারুক, সিনিয়র শিক্ষক জাকিয়া ফেরদৌসি প্রমুখ। বিঁজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ