৩৫ বছর পর নতুন খতিব

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৬

প্রভাতবেলা ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর আরাফার খুতবা দিচ্ছেন নতুন খতিব। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ স্বাস্থ্যগত কারণে খুতবা দেওয়া থেকে অবসর নিলে সৌদি আরবের গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব আব্দুর রহমান আস সুদাইসকে নতুন খতিব নির্বাচন করা হয়।

সৌদি আরবের গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব আব্দুর রহমান আস সুদাইস আরাফার ময়দানে উপস্থিত হাজিদের উদ্দেশে মসজিদে নামিরা‍ থেকে খুতবা প্রদান করেছেন।

স্থানীয় সময় দুপুর ১২টা ১৬ মিনিটে খুতবা শুরু হয়ে। মসজিদে উপস্থিত আছেন সৌদির আরবের সামরিক-বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আমন্ত্রিত বিশিষ্টজনরা।

হজের খুতবার শুরুতে আল্লাহতায়ালার প্রশংসা, নবী করিম (সা.)-এর প্রতি দরুদ পাঠ করে গোটা বিশ্বের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। এ খুতবায় থাকে উপস্থিত হাজিসহ বিশ্ববাসীর জন্য করণীয় বিষয়সমূহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ