সিলেটের কোথায় কখন ঈদজামাত

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৬

প্রভাতবেলা ডেস্ক: সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। এখানে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সহ গন্যমান্য ব্যক্তিবর্গ জামাতে অংশগ্রহণের কথা রয়েছে। হযরত শাহজালাল (রঃ) মাজার জামে মসজিদে সকাল ৮ টায়, সুনামগঞ্জ টাউন হল কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮ টায়, পূর্ব বাজার জামে মসজিদে সকাল ৮ টায়, ছাতক কেন্দ্রীয় মসজিদে সকাল সোয়া ৮টায়, ছাতক শাহী ঈদগার মাঠে সকাল ৮টায়, ছাতক বৌলা শাহ্ জামালী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ ঈদগাহ ময়দানে ঈদের ১ম জামাত সকাল ৮ টায়, ২য় জামাত সকাল ৯টায়, হযরত শাহপরান রহঃ মাজার শাহী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায়, মদিনা মসজিদ ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে ১ম জামাত সাড়ে ৭টায়, ২য় জামাত সকাল সাড়ে ৮ টায়, ৩য় জামাত সকাল সাড়ে ৯ টায়, কাজীর বাজার জামেয়া মাদানিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৭ টায়, জামেয়া মদিনাতুল ঊলুম দারুস সালাম খাসদবীর মাদ্রাসা প্রাঙ্গনে ১ম জামাত সাড়ে ৭টায়, ২য় জামাত সকাল ৮টায়, দণি সুরমা ভার্থখলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। যদি ঈদের দিন সকালে বৃষ্টি হয় তাহলে ১ম জামাত সকাল ৮টায়, ২য় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। নগরীর কালিঘাট ডাক বাংলা রোডস্থ নবাবী জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮ টায়, কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮ টায়, টিলাগড় শাহ্ মদনী ঈদগাহে সকাল ৮টায়, টুকের বাজার শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, রেজিষ্ট্রারী মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়, মাছিমপুর শেখ মৌলভী ওয়াক্ফ এষ্টেট জামে মসজিদে সকাল ৮ টায়, পশ্চিম পীরমহল্লা জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায়, পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাত সকাল ৮টায়, টিলাগড় শাহ্ মাদানী জামে ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, দণি সুরমার শিলাম শাহী ঈদগার ময়দানে ১ম জামাত সকাল ৭টায় এবং ২য় জামাত ৮টায় অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ