ইয়াহু’র ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৬

প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু নিশ্চিত করেছে হ্যাকাররা সংস্থাটির ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। হ্যাকাররা গ্রাহকের নাম, ইমেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, টেলিফোন নম্বর এবং পাসওয়ার্ড চুরি করেছে বলে জানানো হয়েছে।

তবে, ইয়াহু এ্যাকাউন্টের বিপরীতে করা কিংবা এর সাথে সম্পর্কিত ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য হ্যাকাররা চুরি করতে পারেনি বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়াহু।

এই ঘটনাটিকে বলা হচ্ছে ইতিহাসের সবচে’ বড় সাইবার হামলার ঘটনা।

ইয়াহু বিশ্বাস করে ২০১৪ সালে ঐ হামলা রাষ্ট্রীয় মদদে চালানো হয়েছিল। গ্রাহকদের অতি সত্বর তাদের পাসওয়ার্ড পরিবর্তনের আহ্বান জানিয়েছে ইন্টারনেট পোর্টালটি। বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ