শাহবাগী হুজুরকে নিয়ে না বলা কথা – ০৩

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

শাহবাগী হুজুরকে নিয়ে না বলা কথা – ০৩

মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, কাতার: শাইখুল হাদীস উস্তাদুল আসাতিজা শাইখ আজিজুর রাহমান শাহবাগীর বেদায়াত শিরকের ব্যাপারে অবস্থান ছিল বজ্র কঠোর। তার মাদ্রাসার এলাকা সুজাউল আলীয়া মাদ্রাসার প্রভাবে বিশেষ করে তার আকাশসম ব্যক্তিত্বের উচ্চতায় সুজাউল এলাকা শিরক বিদায়াত মুক্ত একটি এলাকা হিসাবে পরিচিত। শিরক বিদায়াতের ব্যাপারে উনার পেরেশানী আমার বিবেচনায় বাড়াবাড়ি পর্যায়ে ছিল। মিলাদ কিয়াম নিয়ে একটি ঘটনা যার উদাহরণ হয়ে রয়েছে। ব্যক্তিগত জীবনে আমি মিলাদ কিয়ামের ব্যাপারে ১০০ ভাগ উদারপন্থী। আমি ব্যক্তিগত ভাবে মিলাদ বা কিয়ামে কোন সওয়াব আছে বলে মনে করিনা। কিন্তু মিলাদ কিয়ামকে নিয়ে রীতিমতো ফিতনার পর্যায়ে যেতে হবে, মারামারির পর্যায়ে যেতে হবে, সত্য ও সুন্দরের পথে আহবানের ক্ষেত্রে মিলাদ কিয়াম বাঁধা হয়ে দাড়াবে-সেই মতবাদের আমি বিরুধী। যেখানে মিলাদ হয়, সেখানে আমি মিলাদে হাজির হই। যেখানে কিয়াম হয়, সেখানে আমি সবার সাথে দাড়িয়ে কিয়াম করি। আমার মরহুম আব্বাও একই কাজ করতেন। ১৯৯১-৯২ সালের ঘটনা। তখন সুজাউল মাদ্রাসায় বেশ ফাজিল শ্রেণীতে কিছু ছাত্র ভর্তি হয় পার্শবর্তী চান্দগ্রাম মাদ্রাসা থেকে আলিম পাশ করে। যারা ব্যক্তিগত ভাবে যেমন মিলাদ কিয়ামের অনুসারী ছিলেন তেমনি চান্দগ্রাম মাদ্রাসায় পড়ার সুবাদে একটা দলীয় দৃষ্টি ভংগী ছিল। তাদেরই একজন সুজাউল পার্শবতী গ্রাম পাঁচপাড়া মসজিদে ইমামের চাকুরী নেন। পাঁচ পাড়া এলাকায় তখন মাত্র ০৩টা জামে মসজিদ ছিল। এক জায়গায় দাড়িয়ে ০৩টি মসজিদ দেখা যেতো। যে সব মসজিদে জুমুয়ার নামাযের উপস্থিতি ছিল ০৫ থেকে ২০ পর্যন্ত। আমি যে মসজিদের কথা বলছি, সে মসজিদটা কটন আলী (নামটা ভূল হলে ক্ষমাপ্রার্থী) সাহেবের বাড়ীর পাশের মসজিদ। কটন আলী সাহেব বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমাদ উদ্দিন ওরফে সফর এর আব্বা। হঠাৎ করে জানা গেল যে, আজ এশার নামাযের পর সেই মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সেই মসজিদের ইমাম এবং সুজাউল আলিয়া মাদ্রাসার ছাত্র সেই মাহফিলের উদ্যোক্তা, আয়োজক-যিনি আশপাশের মুরব্বীদের ফজিলত বুঝিয়ে সেই মাহফিলের আয়োজন করেছেন। আমি তখন সুজাউল আলিয়অ মাদ্রাসার ছাত্র সংসদের জিএস। প্রিন্সিপাল মাওলানা আজিজুর রাহমান পেরেশান হয়ে গেলেন এই মিলাদ মাহফিলের খবর শোনে। তার চেহারার অবস্থা সেদিন যে রঙের দেখিছে, তা কখনো দেখিনি। তার পেরেশানী আমার চোঁখে আজো অমলিন হয়ে আছে। তারই ছাত্র বেদায়াতের আয়োজক। তিনি কিছুই করতে পারছেন না। অবস্থা এমন যে, পেরেশানীর জন্য যে কোন সময় তিনি স্টোক করতে পারেন। এক সময় তিনি আমাকে তলব করলেন এবং মিলাদ ও কিয়াম সম্পর্কে ইসলামী দৃষ্টিভংগী বিস্তারিত উল্লেখ করলেন। আমি তার পেরেশানী বুঝতে পারছি। কিন্তু তার অতি আদরের একজন নেতৃস্থানীয় দুষ্টু ছাত্র হিসাবে মুচকি মুচকি হাসছি। এক সময় তিনি তার অসহায়ত্ব প্রকাশ করে জিজ্ঞেস করলেন, ‍”তোমার বা তোমাদের কিছু করার আছে কি না”। তখনকার রেওয়াজ অনুযায়ী এই ধরনের আয়োজন বন্ধ করে দেয়া হয় জোর করে। বিরুধীরা মিছিল নিয়ে সেই মাহফিলে হাজির হয় এবং সব কিছু ভেংগে চুরমার করে দেয়। ইশারা ইংগিতে মুহতারাম শাহবাগী হুজুর আমাকে সেই দিকটাই বুঝাতে চাচ্ছিলেন। কিন্তু আমার মুচকি মুচকি হাসি তাকে আহত করলো। এক সময় আমি তাকে বললামঃ দেখেন হুজুর! আমার বাড়ী চান্দগ্রাম। আমি ছোট কাল থেকে মিলাদ পড়ে এসেছি। মিলাদের মাধ্যমে এশকে রাসুল বা রাসুলের মহব্বতের প্রকাশ করা হয়। আমি এতে ক্ষতির কিছু দেখিনা। তাছাড়া এখানে গেলে ভাল মিষ্টি জুলাপী পাওয়া যাবে, যা আমাদের জন্য একটা বোনাস। আপনি কেন এতে না করছেন। এটা আপনার মাদ্রাসার ভিতরের কোন ব্যাপার নয়। বিধায় আপনি এই বিষয়টা নিয়ে ব্যস্ত না হওয়াই উত্তম। আর আমি ছাত্র সংসদের জিএস হিসাবে ছাত্র সমস্যা বা ছাত্রদের কোন ব্যাপার হলে দেখতাম। এলাকায় কি হচ্ছে বা না হচ্ছে, বিষয়টা নিয়ে আমি ব্যস্ত হতে চাই না। তাছাড়া আমার সংগঠন এই ধরণের প্রোগ্রামের ব্যাপারে নেগেটিভ কোন তৎপরতায় বিশ্বাস করেনা। তাই আমি এ বিষয়ে কোন পদক্ষেপ নিতে পারছিনা। আমার এসব কথা শোনে হুজুর রীতি মতো ভেংগে পড়লেন। আমি তাকে বললাম, হুজুর আপনি হতাশ হবেন না। আপনি মনে করুন-এই মিলাদ মাহফিল সুজাউল এলাকায় সর্বশেষ মিলাদ মাহফিল, এর পর আর কোন মিলাদ মাহফিল হবেনা। তবে আজকের মাহফিলে আমি যাবো। আপনি পরে মাহফিলের রিপোর্ট নিয়ে নেবেন। শাহবাগী হুজুরকে এই ভাষায় কথা বললেও আমি ব্যক্তিগত ভাবে চাচ্ছিলাম না যে, সুজাউল এলাকায় এমন আয়োজনের সুচনা হোক। আমার নেতৃস্থানীয় ছাত্রদের ডাকলাম। পরামর্শ করলাম এবং সুজাউল মাদ্রাসার সকল ছাত্রদের এশার নামায সংশ্লিষ্ট মসজিদের গিয়ে আদায় করার জন্য বললাম। তখন ফাজিল শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন হাফিজ লুৎফুর রাহমান-যিনি এখন পরগনাহী দৌলতপুর মাদ্রাসার শিক্ষক। তাকে নিয়ে আমি একটি গোপনীয় নীল নকশা তৈরী করলাম। যথারীতি এশার নামায শেষ হলো। মিলাদ মাহফিল শুরু হলো। আয়োজকদের চোঁখে আতংক। কারণ যাদেরকে দাওয়াত দেয়া হয়নি, এমন উপস্থিতিই বেশী। যেখানে ১৫/২০জনের আয়োজন এবং মিষ্টি জুলাপী আনা হয়েছে, সেখানে উপস্থিতি শতের উপরে। মিলাদ মাহফিল শুরু হলো। যখন সব ধরণের আনুষ্ঠানিকতা শেষ করে সবাই দাড়িয়ে গেলেন “ইয়া নাবী সালাম আলাইকা—-” বলে, তখন আমার দেয়া নীল নকশা অনুযায়ী হাফিজ লুৎফুর রহমান ইমামের কাছ থেকে আদবের সাথে মাইকটি নিয়ে পরিচালনার দায়িত্বটা উনার হাতে নিয়ে নিলেন। এর পর উনি মিলাদের রীতি অনুযায়ী প্রতিটি “ইয়া নাবী সালাম আলাইকা—–” এর পর শেয়ের বা কবিতা বলা শুরু করলেন। প্রথমে আরবী কবিতা, এর পর উদূ, এর পর বাংলা। একেক ভাষায় কমপক্ষে ২০ মিনিট করে। দাড়িয়ে মিলাদ চলছে। আমরা যারা দাওয়াত ছাড়া উপস্থিতি হয়েছি, তারা উপভোগ করছি। আর যারা প্রকৃত দাওয়াত প্রাপ্ত বা আয়োজক-তারা কিংকর্তব্য বিমুড়। কারণ তাদের অধিকাংশই ছিলেন বয়ঃবৃদ্ধ-যাদের ৫মিনিটের বেশী দাড়িয়ে থাকা খুবই কষ্টকর। তারা নবীপ্রেম রীতিমতো প্রশ্নের সম্মুখীন হয়ে পড়লো। এক সময় হাফিজ লুৎফুর রাহমানের রাসুলের প্রতি এশক শেষ হলো এবং তিনি তার স্টকে থাকা সকল কবিতা শেষ করে বসলেন। ইমাম সাহেব রীতিমত কিংকর্তব্য বিমুড়। কিছুই বলতে পারছেন না কিছুই সইতে পারছেন না। এই ধরণের একটি অবস্থায় স্মরণকালের দীর্ঘ মিলাদ মাহফিল শেষ করে আমরা ঘরে ফিরলাম। শাহবাগী হুজুর যে এই মাহফিলে গোয়েন্দা পাঠিয়ে ছিলেন, তা আমাদের জানা ছিলনা। তার গোয়েন্দা রাতেই তার কাছে বিস্তারিত প্রতিবেদন পেশ করলেন। তখন যদি মোবাইলের যোগ থাকতো, তাহলে তিনি অবশ্যই সাথে সাথে ফোন দিতেন। পরদিন মাদ্রাসায় যাওয়ার পরই খরব পেলাম, শাহবাগী হুজুর আমাকে তলব করেছেন। যথারীতি হাজির হলাম। তিনি বললেন, “তোমাদের সংগঠনকে আমি এজন্যই খুব ভালবাসি যে, আমরা যে কাজ শক্তি দিয়ে করতে চাই, তোমরা সেই কাজ পিঠে হাত বুলিয়ে কৌশলে করতে পারো। তোমাকে আমার পক্ষ থেকে মুবারকবাদ। সেই দিন থেকে অদ্যাবধি সুজাউল এলাকায় দ্বিতীয় কোন মিলাদ মাহফিল হয়েছে কিনা-আমার জানা নাই। তবে শাহবাগী হুজুরের বেদায়াতের ব্যাপারে পেরেশানী আজো আমার চোঁখে অমলিন হয়ে আছে।

আরও পড়ুন  করোনা আপডেট ৩ জুলাই: শনাক্ত ৩১১৪, মৃত্যু ৪২

লেখক: সাবেক ছাত্রনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আলেমে দ্বীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ