চলে গেলেন লাকী আখন্দ

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৭

প্রভাতবেলা ডেস্ক:  মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ। অনেক দিন ধরেই ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। শুক্রবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।  দ্রুত মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ছয় মাসের চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ২০১৬ সালের ২৫ মার্চ দেশে ফেরেন তিনি। পরে জুনে আবার যাওয়ার কথা থাকলেও আর্থিক সামর্থ্য না থাকায় আর যাননি তিনি। সেসময় দেশের শিল্পী সমাজ তাকে সহযোগিতা করতে চাইলেও বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন তিনি।

৮০’র দশকে সুরকার-সংগীত পরিচালক হিসেবে খ্যাতি কুড়ান লাকি আখন্দ । তার রচনায় ও সুরে উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে— ‘এই নীল মনিহার’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ