চোর-ডাকাত আতঙ্কে ঘিলাছড়াবাসীর ঘুমহীন রাত

প্রকাশিত: ৬:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৭

এমরান আহমেদ, ফেঞ্চুগঞ্জ: চোর ও ডাকাত আতঙ্কে ঘুমহীন রাত কাটাচ্ছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের বাসিন্দারা।
উল্লেখ্য হাকালুকি হাওরের পানি বাড়ার সাথে,সাথে, গরু চুরেরও উপদ্রব বেড়েই চলছে এই এক সপ্তাহের বিতরে ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামের প্রায় ১৫ টি গরু, ও যুদিষ্টিপুর গ্রামের ১০ টি গরু গভির রাতে ঘরের তালা কেটে কে-বা কারা নিয়ে যায়, বাদেদেউলী গ্রামের গরুর মালিক কয়সর মিয়া, মনা মিয়া, পংকজ ঠাকুর, রকিব আলী, ও হেলাল মিয়া প্রভাতবেলাকে বলেন ইদানীং চুরের যে হারে উপদ্রব বেড়েছে মনে হয় এলাকায় গরু, মহিষ ছাগল পালন করা যাবেনা।
যুদিষ্টিপুর গ্রামের রুয়েছ মিয়া বলেন ভাই আমি দিনমজুর, ক্ষেত গিরস্তি করে পরিবার চালাই এদিকে বর্ষার অকাল বন্যায় যা বোরো ধান চাষ করেছিলাম সব পানির নিচে তলিয়ে গেছে, আর এখন শে’স সম্বলটুকু ৩ টা গরু চিলো তাও আবার গভির রাতে গরু ঘরের তালা কেটে কে-বা কারা নিয়ে গেছে, এখন শুধু চিন্তা কি করে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিবো , বলে কাঁদছিলেন রুয়েছ মিয়া।
বাদেদেউলী গ্রামের এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, কিছুদিন আগে এক দল ডাকাত হানা দেয় আমার দোকানে এবং সার্টারের দুইটা তালাও কেটে ফেলে, পরে স্থানীয় জনতা ঠের পেয়ে এক ডাকাত কে হাতেনাতে দরে ফেঞ্চুগঞ্জ থানায় দেওয়া হয়, এবং ডাকাতের জবানবন্দি অনুযায়ী মামলা রেকর্ড হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ