ছাতকে মাল্টা চাষীদের বিনামুল্যে সার বিতরণ

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মে ৩, ২০১৭

ছাতক প্রতিনিধি :

ছাতক উপজেলায় চাষীদের মাল্টা ফলনে আগ্রহী করতে সরকারিভাবে বিনামুল্যে সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন ইউনিয়নের ১ম পর্যায়ে ৪০জন চাষীকে ‘লিমি জীপ’ সার ও প্রতি চাষীকে ৩শ’ টাকা করে সম্মানী বিতরণের উদ্বোধন করেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উল্লা খাঁন, কৃষি কর্মকর্তা কেএম বদরুল আলম, শাখাওয়াত হোসেন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুল হামিদসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলার বাউশা গ্রামের আব্দুল কাদির, বাবনগাঁও গ্রামের মেরাজুন নেছা, রাতগাঁও গ্রামের সমরুজ আলী, গাংপার নোয়াকোর্ট গ্রামের মনিরুজ্জামানসহ ৪০জন চাষীদের মধ্যে ‘লিমি জীপ’ সার বিতরণ করা হয়।

 

সংশ্লিষ্ট কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, রাজস্ব বাজেটের আওতায় মাল্টা প্রদর্শনীর জন্য এ সার বিতরণ করা হয়। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে মাল্টা ফলের চারা বিতরণ করা হবে। উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় এসব মাল্টার চারা রোপনের পর ফলনের বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ