সেনেগালে ফুটবল মাঠে দেয়াল ধসে নিহত ৮

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭

সেনেগালে একটি ফুটবল স্টেডিয়ামে দেয়াল ধসে আটজন নিহত ও অন্তত ৪৯ জন আহত হয়েছে।

রোববার সকাল বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সেনেগালের রাজধানীর ডাকারের ডেম্বা ডিওপ স্টেডিয়ামে স্টেড ডি এমবোওর ও ইউনিয়ন স্পোর্টিভ ওউয়াকামের মধ্যকাল লিগ কাপের ফাইনাল খেলা শেষে দেয়াল ধসের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খেলা শেষ হওয়ার পর প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এতে আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করলে হুড়োহুড়িতে দেয়ালটি ধসে পড়ে।

স্থানীয় সংবাদ সংস্থা এপিএসের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও দমকল কর্মীদের দেখা গেছে।

লিগ কাপের ফাইনাল ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোল করে ম্যাচে জয় নিশ্চিত করে এমবোওর। খেলার শেষ বাঁশি বাজার পরপরই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ