৪০ বছর ধরে ‘বানর নাচ’ই যার উপার্জন

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৭

এম রাজু আহমেদ,জুড়ী: ৪০বছর যাবৎ বানর নাচ ই একমাত্র উপার্জনের উৎস ভূমিহীন হতদরিদ্র রসরাজ বিশ্বাস (৬০)র। রসরাজ বিশ্বাস মৌলভীবাজারের জুড়ী কুলাউড়া ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪০বছর থেকে বানর নাচ দেখিয়ে জীবিকা নির্বাহ করছেন।
মধু নামে ব্যাপক পরিচিতি লাভ করলেও তাঁর নেই কোন ভিটেমাটি।  নিজের ভূমি না থাকায় স্ত্রী সন্তানসহ ৭সদস্যের অসহায় দরিদ্র পরিবার নিয়ে জুড়ীর বছিরপুর গ্রামে বিভিন্ন বাড়ীতে অাশ্রয় নেন বিভিন্ন সময় ।
বানর নাচিয়ে লোকদের কাছ থেকে ১/২ টাকা করে নেন রসরাজ বিশ্বাস ।এ অল্প আয়ে সারাটি জীবন মানুষকে অানন্দ দিতে গিয়ে মুছেনি তাঁর অভাব অনটন। শরীরে জোটেনি ভাল মানের কোন পোষাক। এমনকি একবেলা ভাল খাবারও। জীবিকার তাগিদে মধ্যবয়সেও জন্তু নাচিয়ে পরিশ্রম করতে হচ্ছে তাঁকে। সরেজমিন  জুড়ীর ডাকঘর সড়কে  এ প্রতিবেদকের সাথে কথা হয় ‘মধু” খ্যাত রসরাজ বিশ্বাসের

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ