ওসমানীনগরে পুত্র হত্যার বিচাঁর চাওয়ায় পিতাকে গ্রেফতার

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৭

স্টাফ রিপোর্টার :

সিলেটের ওসমানীনগরে থানায় পুত্র হত্যার দায়ে মামলা করায় ধর্মান্ধ মৌলবাদীদের হীন আক্রোশের শিকার এক অসহায় পিতা। পুলিশ ইসলাম ধর্মকে কঠাক্ষ করে বক্তব্যে দেওয়ার মিথ্যা অজুহাতে গ্রেফতার করেছে রতিশ পালকে। রতিশ পালকে গ্রেফতার করার ঘটনায় এলাকার সংখ্যালগু পরিবারের মধ্যে বিরাজ করছে আতংক। গতকাল ২৭ জুলাই সিলেটের রামকৃষœœ মিশন থেকে রতিশ পালকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায়, গত ২১ জুলাই রতিশ পাল তাজপুরের রাম কৃষœ মিশনের একটি অনুষ্ঠানে বক্তব্যে দিচ্ছিলেন। তার এই বক্তব্যেকে ধর্মবিরোধী বলে অপপ্রচার চালায় তাজপুর এলাকার প্রভাবশালী ভুমিখেকো কালা মোল্লা। কালা মোল্লা এ ঘটনার জের ধরে পরদিন এলাকার সাধারণ মুসল্লীদের নিয়ে হামলা চালায় রতিশ পালের বাড়িতে। হামলাকারীরা রতিশ পালের বসতঘর ভাংচুরের পাশাপাশি লুটপাট চালায়। রতিশ পাল হামলাকারীদের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে সিলেট নগরির রামকৃষœ মিশনে আশ্রয় নেন। এদিকে কালা মোল্লা বাদী হয়ে থানায় ধর্ম-অবমাননার অভিযোগে রতিশ পালকে আসামী করে মামলা দায়ের করে। মামলা দায়েরের পরপরই কালামোল্লা পুলিশকে মোটা অংকের টাকা দিয়ে রতিশ পাল কে সিলেটের রামকৃষœ মিশনকে গ্রেফতার করিয়েছে বলে অভিযোগ করেন রতিশ পালের স্বজনরা। উল্লেখ্য যে,  উক্ত কালা মোল্লা ও সোহেল মিয়ার দ্বারা রতিশ পাল ও উনার মেয়েকে শর্মিলী পাল বিভিন্ন সময়ে তাদের দ্বারা আক্রমনের শিকার হলে এক পর্যায়ে সোহেল মিয়া ও তার সহযোগীদের হাতে রতিশ পালের একমাত্র ছেলেকে হত্যা করা হয়েছে, সেই ঘটনা ভিন্ন ভাবে মোড় নেওয়ার জন্য রতিশ পালকে মিথ্যে অভিযোগ দিয়ে গ্রেফতার করা হয়েছে ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ