বিএনপি নেতাদের লিফলেট বিতরণ

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৮

বিএনপি নেতাদের লিফলেট বিতরণ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকা মহানগরীতে লিফলেট বিতরণ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফুটপাতে পথচারী ও রিকশাচালকদের হাতে লিফলেট তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এরপর দুপুর দেড়টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

লিফলেট বিতরণ কর্মসূচি উপক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে ৯টা থেকেই পুলিশ অবস্থান নেয়। এ ছাড়া ঢাকার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণকালে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

সকালে দলীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে সারা দেশে তাঁর বক্তব্য সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। দেশনেত্রীর প্রতি কী অন্যায় করা হয়েছে সেই বক্তব্য আমরা লিফলেটের মাধ্যমে জনগণকে জানাচ্ছি। এই লিফলেট বিতরণ কর্মসূচি ঢাকাসহ সারা দেশে চলবে। আমাদের জাতীয় নেতারা এটার সাথে অন্তর্ভুক্ত থাকবেন এবং সারা দেশে নেতা-কর্মীরা এই লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।’

আরও পড়ুন  পদ্মা সেতুতে গাড়ি চলবে কবে?

রিজভী বলেন, ‘আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলনে মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন ঘটাব। তারা গায়ের জোরে বিচারিক প্রশাসনকে কব্জা করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া চালাচ্ছে।’

ভয় ও আতঙ্কের মধ্যে থেকে বিএনপি নেতাকর্মীদের কাজ করতে হচ্ছে বলেও মন্তব্য করেন দলটির এই নেতা।

এ সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম, জিসাস সভাপতি আবুল হাশেম রানা উপস্থিত ছিলেন।

এদিকে রাজধানীর হাতিরপুল এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। সেখানে লিফলেট বিতরণ করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শহীদুল ইসলাম বাবুল, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ। সেখানে ছাত্রলীগ তাদের ধাওয়া করে বলে দাবি করেন আমিরুল ইসলাম খান আলিম।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।

আরও পড়ুন  ওসমানীতে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের অবতরণ

ঢাকার বিশেষ জজ আদালত গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। এর প্রতিবাদে বিএনপি চার দফায় বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষরতা অভিযান, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশের মতো কর্মসূচি পালন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ