আশরাফুলের সেঞ্চুরী ম্লান করে দিল মোহামেডান

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮

আশরাফুলের সেঞ্চুরী ম্লান করে দিল মোহামেডান

মাঠে ময়দানে প্রতিবেদক: মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরী বৃথা হয়ে গেল। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে এই ব্যাটিং জিনিয়াসের উইলো থেকে আজ আসে ১২৭ রানের এক নান্দনিক ইনিংস। তবে তার এই কাবিক্য ব্যাটিং দিন শেষে ঢাকা পড়ে যায় দলের পরাজয়ে। তার দল কলাবাগান দুই উইকেটে হেরেছে মোহামেডান কাছে। ‘পুরান চাল ভাতে বাড়ে’। বাংলা প্রবাদের যথার্থ খুজে পাওয়া যায় মোহাম্মদ আশরাফুলের ক্ষেত্রে। ক্যারিয়ারের উপর দিয়ে কত ধকল গেছে। খেলোয়াড়ী জীবন শ্বাপদসংকুল অবস্থায় পড়েন। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে মাথায় নিয়ে মাঠের বাইরে কেটেছে অনেকটা সময়। মাঝে দীর্ঘ বিরতী। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তন করেছেন রাজসিক ভাবে। গত মৌসুমে ঘরোয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে কলাবাগানের হয়ে মাঠে ফেরেন আশরাফুল। ফিরেই জানান দেন তার অস্তিত্ব। ফুরিয়ে যাননি তিনি। দারুণ সময় পার করা এই ব্যাটিং জিনিয়াস চলতি মৌসুমেও তা লাগানো ব্যাটিং করে যাচ্ছেন। একের পর এক সেঞ্চুরী হাকিয়ে যেন বলতে চাচ্ছেন, “আমি সেই বিস্ময় বালক, ফুরিয়ে যাইনি। ” চলমান লীগে তৃতীয় সেঞ্চুরীর দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। আজ মঙ্গলবার আবারও জ্বলে উঠে আশরাফুলের ব্যাট। বিকেএসপির তিন নাম্বার মাঠে মোহামেডানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন অ্যাশ। মোহামেডান বিপক্ষে ১২৪ বলে ১২৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন টেস্ট ক্রিকেটের সর্ব কনিষ্ট সেঞ্চুরিয়ান। এর আগে লীগে শতরানের ইনিংস গুলো আসে প্রাইম দোলেশ্বর (১০৪) এবং অগ্রণী ব্যাংকের বিপক্ষে (১০২*) । আশরাফুলের সেঞ্চুরীর উপর দাঁড়িয়ে কলাবাগান প্রথম ইনিংসে করে ২৬০ রান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে মোহামেডান বিপর্যয়ে পড়ে। ম্যাচের শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রানের। তবে হাতে ৪ বল রেখেই ২ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। কলাবাগান টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডানের বিপক্ষে। কলাবাগান আশরাফুলের (১২৭), মুমিন শাহরিয়ার (১১), ওয়ালিউল করিম (৪৬), মাহমুদুল হাসান (৩৩) রানে ২৬০ রান করে। মোহামেডানের বোলার কাজী অনিক ৪৯ রান দিয়ে একাই নিয়েছেন ৬ উইকেট। মোহামেডানের জয়ে ভূমিকা রাখেন টপ অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা । জনি তালুকদার করেন ১২ রান, এনামুল হক ৭৯ বলে ৫৭ এবং ৪২ বলে ৫১ রান করেন রনি তালুকদার। শামসুর রহমান শুভ (৩৮), ভারতীয় ব্যাটসম্যান গুরিন্দার সিং করেন (২০) রান। শেষ দিকে তাইজুল ইসলাম ৩২ বলে ৩৪ রান করে মোহামেডানকে জয় এনে দেন । শেষ ওভারের চমক দেখান কাজী অনিক। জয়ের জন্য প্রয়োজন তখন মাত্র ৯ রান। স্পিনার নাবিল সামাদকে পরপর দুই বলে দুই ছক্কা মেরে এই জয় ছিনিয়ে নেন কাজী অনিক। বাংলাদেশ লীগে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে খেলা আশরাফুলের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে ২০১৩ বিপিএলের আসর শেষ হবার পরপরই। আকসুর তথ্য ও আশরাফুলের সহজ স্বীকারোক্তির ভিত্তিতে আগস্ট মাস থেকেই তাকে সবধরণের ক্রিকেট থেকে তাকে সাময়িকভাবে নির্বাসিত করে বিসিবি। ২০১৪ এর জুলাই মাসে বিসিবির দুর্নীতি দমন ট্রাইব্যুনাল তার উপর ১০ লাখ টাকা জরিমানা সহ ৮ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে। পরে অবশ্য আশরাফুলের আবেদনের ভিত্তিতে সাজা কমিয়ে ৫ বছর করা হয়। গত বছর আগস্ট থেকেই তিনি ঘরোয়া ক্রিকেটে ফেরেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সু্যােগ পাবেন মোহাম্মদ আশরাফুল চলতি বছরের আগস্টের পরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ