বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান

মাঠে ময়দানে প্রতিবেদকঃ প্রত্যাশা ছিল। স্বপ্ন পূরণ করার। আশায় উজ্জীবিত হয়ে দলে দলে সমর্থকরা ইনডোর স্টেডিয়ামে ভীড় জমিয়েছেন। প্রিয় দল। প্রিয় দেশের জয়গান গাইবেন। ঘরের ময়দানে এত বড় আসর আবার কবে আসবে। এমন সুবর্ণ সুযোগতো আর সচরাচর আসেনা। বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচকে ঘিরে নতুন মাত্রা যোগ হয় আজ শুক্রবার (২৭ এপ্রিল) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। না। শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসা হলো না। বাংলাদেশ ভলিবল দল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তুর্কমেনিস্তান। অধরা থেকে গেল চ্যাম্পিয়ন হবার স্বপ্ন। বাংলাদেশ হলো রানার্স আপ। ফাইনালের শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। প্রথম সেটে এক পর্যায়ে ১১-১৫ পয়েন্টে পিছিয়ে ছিল। পরে আবার গেমে ফিরে দাপটে। বাংলাদেশ ভ্লিবল দল পরের সেট দুর্দান্ত খেলে ২৬-২৪ পয়েন্টে সেট জিতে নেয় । এই ধারাবাহিকতা বেশী সময় স্থায়ী হয়নি। খেলায় পুনরায় দখলে নিয়ে নেয় তুর্কমেনিস্তান। দ্বিতীয় সেটে ২৫-২০ পয়েন্টে হারিয়ে ১-১ এ সমতা আনে তারা। তৃতীয় সেটেও পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফলে সেট ব্যবধানে এগিয়ে যায় তুর্কমেনিস্তানরা। ২৫-২১ পয়েন্টে জিতে নিয়ে ২-১ এগিয়ে যায়। শেষ চতুর্থ সেটেও তুর্কমেনিস্তানদের দাপটটা অব্যাহত ছিল। খেলায় আর ফিরতে পারেনি স্বাগতিক দল। বাংলাদেশকে ২৫-১৭ পয়েন্টের বড় ব্বধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে নেয় তুর্কমেনিস্তান ভলিবল দল। উল্লেখ্য, বাংলাদেশ আন্তর্জাতিক ভলিবল আসরে এর আগে ২০১৬ সালে কিরগিজস্তানকে ফাইনালে হারিয়ে ভলিবলে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছিল।

আরও পড়ুন  সাজুর হ্যাটট্রিক; জালালাবাদকে ৫৫ রানে হারিয়েছে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন!

ম্যাচ শেষে পরাজয়ের কারণ হিসেবে নিজেদের ব্লকিংয়ে দুর্বলতাকেই দুষলেন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে প্রতিপক্ষেকে ভাল হিসেবেও মন্তব্য করেছেন। দলনায়ক বলেন, ‘তুর্কমেনিস্তান অনেক ভালো টিম। অভিজ্ঞতায় আমাদের চেয়ে অনেক অভিজ্ঞতার কাছে আমরা হেরেছি এগিয়ে। বলতে পারেন’।

বাংলাদেশ ভলিবল দল অসাধারণ খেলে সবার মন জয় করে নিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ