প্রভাতবেলা প্রতিবেদকঃ চাঁদাবাজি বন্ধ না হলে পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে জানিয়েছে আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন নিয়ন্ত্রণের নামে স্কেলে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি এ অভিযোগ তুলেছে।
বুধবার ( ২৩মে ) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির আহ্বায়ক মো. নুরুল আবছার অভিযোগ করে বলেন, পণ্যবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানের ওজন নিয়ন্ত্রণে সীতাকুণ্ড ও দাউদকান্দিতে দুটি স্কেল বসানো রয়েছে।
যার মধ্যে সীতাকুণ্ডের স্কেলটিতে চালকদের হয়রানিসহ বেপরোয়া চাঁদাবাজি চলছে।
ট্রান্সপোর্ট মালিকরা এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।
অন্যথায় কঠোর কর্মসূচিতে যাওয়ার হুশিয়ারি দেন আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সদস্যরা।
Leave a Reply
You must be logged in to post a comment.