ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৮

কুড়িগ্রাম সংবাদদাতাঃ কুড়িগ্রামে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের সঙ্গে পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

এতে কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজুর রহমান ও একজন ফটোসাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

 

কুড়িগ্রাম জেলায়  বুধবার (১৩ জুন)  রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

 

জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুজ্জামান রাকিব ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান রনির গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলে বেধে যায় ত্রিমুখী সংঘর্ষ। পরে পুলিশ সুপার মেহেজুল করিমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে ব্যাপক লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ ঘটনায় শহরের কলেজ মোড় থেকে জিরো পয়েন্টের শহীদ মিনার এলাকার সব দোকানপাট বন্ধ দেয়া হয়েছে। অনেকেই আতঙ্কে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। এখন শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে পুলিশ।

আরও পড়ুন  শীঘ্রই শাবিপ্রবি সংকট নিরসন হচ্ছে

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার মেহেজুল করিম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ