লোজানোর গোল জার্মানির পোষ্টে !

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৮

মাঠে ময়দানে ডেস্কঃ রাশিয়া ফুটবল বিশ্বকাপের অন্যতম দাবিদার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে এভাবে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হবে কেউ চিন্তাও করেনি।  বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। এমন অঘটন হবে কে জানতো। মেক্সিকোর কাছে তিক্ত অভিজ্ঞতা নিতে হবে নিজেদের প্রথম ম্যাচে।

 

বিরতীর আগে মেক্সিকো ১-০ গোলে এগিয়ে ছিল। মাঠের বাম প্রান্তে বল পেয়ে হারভিন লোজানো বক্সের ভিতর ঢুকে পড়ে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন। দেয়া গোল নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে পেছনে ফেলে এগিয়ে আছে মেক্সিকো।

 

রোববার ( ১৭ জুন) মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপ থেকে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হয়েছে দু’দল।

ম্যাচের প্রথম মিনিটেই গোলের সুযোগ নষ্ট করে মেক্সিকো। লোজানোর শট ডি বক্সের ভেতরেই আটকে ফেলেন জার্মান ডিফেন্ডার বোয়াটেং। ৩ মিনিটে ডান পাশ থেকে ভেরনারের শট গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ১০ মিনিটে হেরেরার দূরপাল্লার দুর্বল শট সহজেই রুখে দেন নয়্যার।

আরও পড়ুন  জার্মানিকে ড্র থেকে বাঁচিয়ে দিলেন ক্রুস

 

দু দলেই আক্রমণাত্মক খেলায়  ম্যাচও জমে উঠলেও বিশ্ব চ্যাম্পিয়নদের ঘাম জড়াতে হচ্ছে গোল পরিশোধে।

৩৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি টনি ক্রুস। ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা যায়নি দল দুটি।

৬১ ও ৬৫ মিনিটে দুটি সুযোগ নষ্ট করেন ড্রাক্সলার ও কিমিচ। ৬৭ মিনিটে সহজ সুযোগ মিস করেন টিমো ভারনার। ৭৬ মিনিটে ক্রুসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর হতাশ হন জুলিয়ান ড্রাক্সলার। তার শট ঠেকিয়ে দেন গুইলের্মো ওচোয়া। ৭৯ মিনিটেও মেসুত ওজিল হতাশার পালে আরো হাওয়া দিলেন।

 

লোজানোর একমাত্র গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি-মেক্সিকো।

 

জার্মানির একাদশঃ

মানুয়েল নয়্যার, মারভিন প্লাটেনহার্ট, ম্যাটস হামেলস, সামি খেদিরা, ইউলিয়ান ড্রাক্সলার, টনি ক্রুস, টিমো ভার্নার, মেসুত ওজিল, টমাস ম্যুলার, জেরোমে বোয়াটেং, জশোয়া কিমিচ।

 

মেক্সিকো একাদশঃ

গুইয়েরমো ওচোয়া, হুগো আয়ালা, মিগেল লাইউন, কার্লোস ভেলা, কার্লোস সালসেদো, হাভিয়ের হার্নান্দেজ, হেক্তর মোরেনো, হেক্তর হেরেরা, আন্দ্রেস গুয়ারদাদো, হারভিং লোসানো, হেসাস গাইয়ারদো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ