চট্রগ্রামে ওবায়েদুল্লাহসহ ২ শতাধিক জামায়াত নেতাকর্মী আটক

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৮

নিজস্ব সংবাদদাতা, চট্রগ্রাম: চট্রগ্রামে মোটেল সৈকত থেকে জামায়াত শিবিরের দুই ’শ পাঁচ জন নেতাকর্মীকে আটক করেছে  কোতোয়ালী পুলিশ। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে প্রভাবশালী জামায়াত নেতা শিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি আ, জ, ম ওবায়েদুল্লাহ ও রয়েছেন। স্থানীয় জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান চলছিল মোটেলটির বলরুমে। আকষ্মিকভাবে পুলিশ মোটেলের চতূর্দিক ঘেরাও করে নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়।

আটকের সত্যতা স্বীকার করলেও কোতোয়ালী পুলিশ আটকের কারণ স্পষ্ট করেনি। তারা বলছে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকিতে স্থানীয় নেতৃবৃন্দ যখন ঢাকায়। তখন জামায়াত ঈদ পূণর্মিলনীর নামে ‘গোপন বৈঠক’ করছে। এটা ‘চক্রান্ত’ এবং ‘নাশকতার’ পরিকল্পনা এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক নেতা জানান, ৫ শতাধিক মানুষের সমাবেশ কিভাবে গোপন বৈঠক হয়?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ