নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিউলী আক্তার (২১) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জুন) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিউলী আক্তার ওই গ্রামের গিয়াস উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা জানান, দেড় মাস আগে কুমিল্লা এলাকার শিউলীর সঙ্গে আড়াইহাজরের মারুয়াদী এলাকার গিয়াস উদ্দিনের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিলো এক দম্পত্তির মধ্যে।
এর জের ধরে বৃহস্পতিবার সকালে শিউলী ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Leave a Reply
You must be logged in to post a comment.