রাষ্ট্রীয় খরচে পবিত্র হজ পালনের তালিকা প্রকাশ

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৮

মন্ত্রণালয় সংবাদদাতাঃ রাষ্ট্রীয় খরচে পবিত্র হজ পালনের জন্য নির্বাচিত ৮৬ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।
হজ প্যাকেজ-২ এর আওতায় নির্বাচিতরা আগামী ৯ আগস্ট সৌদি আরব যাবেন ও ১৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

মঙ্গলবার (২৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজারসহ মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। আগামী ২০ আগস্ট (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

 

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ হজ তথ্য অনুসারে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ২২৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৪৩ হাজার ২৩০ জন হজযাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৩টি ও সৌদি এয়ারলাইন্সের ৬৪ টিসহ মোট ১২৭টি ফ্লাইটে এসব যাত্রীদের পরিবহন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ