রাজশাহী ও বরিশালে নৌকা, সিলেটে আরিফ

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদক: রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন যথাক্রমে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এদিকে সিলেটে বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক এগিয়ে রয়েছেন।

সিলেট সিটি কর্পোরেশন

মোট কেন্দ্র: ১৩৪

প্রাপ্ত ফল: ১৩২

স্থগিত: ০২

মোট ভোটার: ৩,২১,৭৩২ জন

ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী : ৯০,৪৯৬ভোট

নৌকা প্রতীকে বদরউদ্দিন আহমদ কামরান:  ৮৫,৮৭০ ভোট

* আনুষ্ঠানিক ঘোষণা না হলেও মেয়র হিসেবে নিশ্চিত আরিফুল হক চৌধুরী

[স্থগিত দুটি কেন্দ্রের পর বিজয়ী নাম ঘোষিত হবে। দুটি কেন্দ্রের মোট ভোট ৪,৭৮৭। প্রতিদ্বন্দ্বীর চেয়ে আরিফুল হক এগিয়ে আছেন ৪,৬২৬ ভোটের ব্যবধান।]

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে প্রার্থীদের পোলিং এজেন্ট সূত্রে বেসরকারি ফলাফল পাওয়া যায়।
রাসিকের ১৩৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে লিটন পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।
বরিশাল: ১০৭ কে‌ন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পেয়েছেন ১০৭৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ১৩১৩৫ ভোট। তাই বিপুল ভোটের ব্যবধানে  আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নতুন মেয়র নির্বাচিত ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ