সিপিএল চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮

সিপিএল চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স

মাঠে ময়দানে ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ত্রিনবাগো নাইট রাইডার্স।

 

এ নিয়ে তৃতীয়বারের মতো সিপিএল শিরোপা ঘরে তুললো দলটি। লিগটিতে আর কোনো দলেরই এ কীর্তি নেই।

 

সোমবার (১৭ সেপ্টেম্বর) ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ত্রিনবাগো অধিনায়ক ডোয়াইন ব্রাভো। তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেন বোলাররা। বিশেষ করে খ্যারি পিয়েরে। দারুণ বোলিং করেন অধিনায়কও। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান তুলতে সক্ষম হয় গায়ানা।

 

দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন লুক রঞ্চি। ৬ চার ও ১ ছক্কায় ৩৫ বলে এ ইনিংস খেলেন তিনি। এছাড়া জেসন মোহাম্মদ ২৪ এবং শিমরন হেটমায়ারের ব্যাট থেকে আসে ১৫ রান। ত্রিনবাগোর হয়ে ২৯ রান খরচায় ৩ উইকেট নেন পিয়েরে। ডোয়াইন ব্রাভোর শিকার ২ উইকেট।

আরও পড়ুন  শাটডাউনের শঙ্কায় মার্কিন সরকার

 

জবাবে কলিন মুনরো ও ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় ত্রিনবাগো। ৬ চার ও ৩ ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৬৮ রানের টর্নেডো ইনিংস খেলেন মুনরো। আর ৫ চারের বিপরীতে ২ ছক্কায় ২৪ বলে ৩৯ রান করেন ম্যাককালাম।

 

শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৫ বল বাকি রেখে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ