রাত পোহালেই পহেলা বৈশাখ।

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৯

রাত পোহালেই পহেলা বৈশাখ।

প্রভাতবেলা প্রতিবেদক: রাত পোহালেই পহেলা বৈশাখ। বাঙালীর প্রাণের উৎসব নববর্ষ বরণ। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে সারাদেশের মতো রাজধানীও এরই মধ্যে প্রস্তুত। ঢাকায় বর্ষবরণের মূল আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রর প্রস্তুতিও শেষ পর্যায়ে।  শোভাযাত্রার আগ পর্যন্ত চলবে রং তুলির কাজ। চৈত্রের শেষ দিনে নগরের আয়োজন দেখতে যান অনেকেই।

হোক না তা গ্রামে কিংবা শহুরে আয়োজন। বৈশাখী উৎসবে নাগরদোলা থাকবে না, তা কি হয়? ইট পাথরের যান্ত্রিকতা ভেদ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল তলায় এবার নাগরদোলার নাচন। একটু অবাক হলেও গ্রামের আবহ পেতে অনেকেই উঠে বসছেন দোল খেতে।

বকুল তলার পাশেই চলছে উৎসবের মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। শিক্ষার্থীদের রাত-দিন পরিশ্রম করছেন । বাঘ, হাতি, মোরগ, ঘোড়ার সাথে এবার মঙ্গল বহরে যোগ দিচ্ছে মাছের আদলের নৌকা।

শেষ চৈত্রের পড়ন্ত বিকেলে অনেকেই বৈশাখী স্বাদ নিতে এসেছিলেন এই প্রস্তুতি দেখতে। কেউ একা, কেউবা সপরিবারে। সব ঠিক থাকলে পহেলা বৈশাখ সকাল নয়টার আগেই শুরু হবে এবছরের মঙ্গল শোভাযাত্রা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ