ওসমানীর এনজিওগ্রাম মেশিন যাচ্ছে সোহরাওয়ার্দীতে

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৯

ওসমানীর এনজিওগ্রাম মেশিন যাচ্ছে  সোহরাওয়ার্দীতে
সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা প্রায় ‌‌‌পঞ্চাশ লক্ষ টাকার একমাত্র সরকারি এনজিওগ্রাম মেশিন ( বাইপাস সার্জারির মেশিনটি) সরিয়ে নেয়া হচ্ছে !কথিত অসাধু ডাক্তার ও তাদের মদদপূষ্ট টেকনিশিয়ান সিন্ডিকেটের কূট কৌশলের কারনে চলতি সপ্তাহেই  ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মেশিনটি!! সাপ্তাহিক টেমস্ সুরমা সম্পাদক ফারুক আলমগীর তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য প্রকাশ করেন।
ফারুক আলমগীর তার স্ট্যাটাসে লিখেন,
‘খবরটি ঈদ শুভেচ্ছা বিনিময়ে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক আত্বীয় একজন সচিব জানান। দুঃখ প্রকাশ করে তিনি বলেন,”সিলেটের জন্য করতে চাই,কিন্তু পারিনা। এতো লবিং করে দেশের জন্য জাপান থেকে কেনা ৩টি মেশিন এর একটি আমাদের সিলেট দিতে বাধ্য করালাম! অথচ এখন সেটা ঢাকা চলে যাচ্ছে এটাই আমার কষ্ট! সিলেটে হাসপাতাল করার পক্ষে-বিপক্ষে আন্দোলন হয়!এসব সচেতন নাগরিক যদি এগুলোর দিকে খেয়াল রাখতেন?ওসমানি মেডিকেলে যে সব মেশিন পত্র আছে,দেশের অনেক মেডিকেলে নেই”।তিনি সিলেট এর দায়িত্বশীল মন্ত্রী মহোদয়,রাজনৈতিক নেতৃবৃন্দ,সচেতন নাগরিক,সম্মানিত মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান,এই মেশিনটি যাতে অসাধুরা সিলেট থেকে ঢাকা নিয়ে যেতে না পারে। তিনি আরো বলেন,”আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকলে এটা কখনো হতেই দিতাম না। তাই সিলেটের সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলেই কাজ হবে বলে আমার বিশ্বাস”।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ