“হাওর বাঁচাও আন্দোলন” চরমহল্লা ইউনিয়ন কমিটি গঠন

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

“হাওর বাঁচাও আন্দোলন” চরমহল্লা ইউনিয়ন কমিটি গঠন

 

প্র‌তি‌নি‌ধি,ছাতক :

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) “হাওর বাঁচাও আন্দোলন” ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

 

 

চরমহল্লা ইউনিয়নের টে‌টিয়ারচর প‌য়েন্টস্থ ল‌তি‌ফিয়া ইসলা‌মিয়া কিন্ডারগা‌র্টেনের হল রু‌মে প্রবীণ ব্যক্তিত্ব মোঃ ফজলুল করিমের সভাপ‌তিত্বে এবং আলী আকবরের সঞ্চালনায় অনু‌ষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির বাঁধ বিষয়ক সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন।

 

 

বিশেষ অ‌তিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা ক‌মি‌টির সদস্য স‌চিব জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য, মোঃ আব্দুল হাই, সুন্দর আলী, নজরুল ইসলাম, বুরহান উ‌দ্দিন, আবুল কালাম, মোশারফ হোসেন, হাফসা বেগম, আব্দুল কাহার, আফজাল হোসাইন, সোহেল মিয়া, সুন্তর আলী, সোনা মিয়া, সামছুল ইসলাম, হা‌রিছ আলী, প্রমূখ।

 

 

সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল হাইকে সভাপ‌তি ও বুরহান উ‌দ্দিন কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট চরমহল্লা ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ক‌মি‌টির অপর দায়িত্বশীলরা হলেন, সি‌নিয়র সহ সভাপাতি ফজলুল ক‌রিম, সহ সভাপাতি সুন্দর আলী, যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠ‌নিক সম্পাদক হাফছা বেগম, বাঁধ বিষয়ক সম্পাদক মোঃ সোনা মিয়া, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ময়নুল হক ময়না, অর্থ সম্পাদক আবুল কালাম, গনসং‌যোগ বিষয়ক সম্পাদক আলী আকবর, কার্য‌নির্বা‌হী সদস্য, জয়নাল আ‌বেদীন, সামছুল ইসলাম, সুহেল আহমদ, আব্দুল কাহার, আফজল মিয়া, আনোয়ারা বেগম, আপ্তাব উ‌দ্দিন, দিপ্তী রাণী নাথ, হা‌রিছ আলী, হান্নান মিয়া ও আব্দুস ছামাদ।

আরও পড়ুন  ছাতকে বজ্রপাতে যুবকের মৃত্যু

 

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ