আসছে শাওমি’র ১০৮ মেগাপিক্সেলের ‘এমআই ১০’

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

আসছে শাওমি’র ১০৮ মেগাপিক্সেলের ‘এমআই ১০’

 

প্রযুক্তি ডেস্ক:

চলতি বছরের শুরুতেই শাওমি ‘এমআই ১০’ ও ‘এমআই ১০ প্রো’ নামে দুইটি ফোন আনছে যাতে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।

 

 

প্রথমবারের মতো স্যামসাংয়ের নতুন সেন্সর ও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর দেখা যাবে ‘এমআই ১০’ সিরিজে।

 

 

চীনের সোশ্যাল মিডিয়া উইবোতে ফোনটির ছবি ও তথ্য ফাঁস হয়েছে। সেখান থেকে জানা গেছে, ওএলইডি ডিসপ্লের ফোন দুটিতে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা ও পেছনে ৪ ক্যামেরা থাকবে। ফোনগুলোর ডিজাইনে আগের সংস্করণ এমআই ৯ এর সঙ্গে কোনো মিল পাওয়া যাবে না।

 

 

৪ হাজার ৮০০ এমএএইচ শক্তির ব্যাটারির ফোনটির সঙ্গে থাকবে ৬৫ ওয়াটের আল্ট্রা ফাস্ট চার্জিং সুবিধা। এর ফলে মাত্র ৩৫ মিনিটে ফোনটি ফুল চার্জ হবে। ‘এমআই ১০ প্রো’ ফোনটিতে ব্যবহার করা যাবে ফাইভজি নেটওইয়ার্ক। তবে ১২ জিবি র‍্যামের ‘এমআই ১০’ ও ‘এমআই ১০ প্রো’ ফোন দুটিতে কোনো হেডফোন জ্যাক থাকবে না।

আরও পড়ুন  হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

 

 

ফোনগুলোর কনফিগারেশন আসলেই এতো শক্তিশালী হবে কিনা তা জানতে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ প্রতিষ্ঠানটি ১১ ফেব্রুয়ারি চীনে ফোন দুটি উন্মোচন করতে পারে। অবশ্য একই দিনে স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজের ফোনও উন্মোচিত হবে।

 

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ