সৌদিতে সড়ক দুর্ঘটনা, নিহত ৩ বাংলাদেশি

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

সৌদিতে সড়ক দুর্ঘটনা, নিহত ৩ বাংলাদেশি

 

প্রভাতবেলা ডেস্ক:

 

সৌদি আরবের বন্দর নগরী খ্যাত জেদ্দা শহরের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তিন বাংলাদেশি যুবকের।

 

 

জেদ্দাস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার (২৯ জানুয়ারি) বিকালে শহরটির বাইরে দুর্ঘটনাটি ঘটে। যদিও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আর কোনো তথ্যই জানানো হয়নি।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার দিন বিকালে কাজ শেষে বাসায় ফেরার সময় শহরের হাই-আল-ছামির এলাকায় শ্রমিকদের বহনকারী গাড়িকে বিপরীত দিক থেকে আসা একটি লরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন বাংলাদেশির মৃত্যু হয়।

 

 

দুর্ঘটনায় নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আউলাতৈল গ্রামের ফরিদ আলীর ছেলে আল আমিন, নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর কাচিকাটা গ্রামের কাজল মিয়ার ছেলে কাওসার মিয়া এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া।

 

 

তারা সবাই জেদ্দার ‘আল ইয়ামামা’ কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন বলে নিশ্চিত করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট।

আরও পড়ুন  যুক্তরাজ্য যুবদলের সভায় হামলাঃ আহত ২

 

 

উল্লেখ্য, নিহতদের মরদেহ কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহগুলো দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দূতাবাস কর্মকর্তারা।

 

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ