টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

 

প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর ছালাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউপির নোয়াখাইল্লাপাড়া পূর্বদিকে পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

 

এসময় ঘটনাস্থল থেকে ১ টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

নিহত আব্দুর ছালাম টেকনাফ উপজেলার জুম্মা পাড়ার বাসিন্দা।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান: গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বাহারছড়া ইউপির নোয়াখাইল্লাপাড়া পূর্বদিকে পাহাড়ের পাদদেশে বিভিন্ন মামলার পলাতক আসামি আব্দুর ছালাম অবস্থান করছে। খবর পেয়ে তাকে ধরতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাতাড়ি গুলি ছুড়তে থাকে সে ও তার সহযোগিরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে আসামিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আব্দুর ছালামকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন  আজ জাতীয় শোক দিবস

 

আহত ছালামকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পরে ঘটনাস্থল তল্লাশি করে ১ টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ৯ রাউন্ড খোসা উদ্ধার করা হয়।

 

তিনি আরো জানান: নিহত ছালামের নামে টেকনাফ মানবপাচার ও প্রতিরোধ আইনে একাধিক মামলা ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ