জাতিসংঘের সাবেক মহাসচিব পেরেজ আর নেই

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

জাতিসংঘের সাবেক মহাসচিব পেরেজ আর নেই

 

বিশ্বভূবন ডেস্ক:

জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ ডে কুয়েলার মারা গেছেন। ইরাক-ইরান যুদ্ধের সময় তিনি বিশ্ব সংস্থাটির নেতৃত্বে ছিলেন।

 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (৪ মার্চ) নিজ দেশ পেরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাভিয়ার পেরেজ ডে কুয়েলার।

 

ইতোমধ্যে পেরেজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ফ্রান্সিসকো পেরেজ ডে কুয়েলার। তিনি বলেছেন, একটি কঠিন সপ্তাহ পার করার পর আমার বাবা মারা গেছেন। বুধবার দিবাগত রাত ৮টা ৯ মিনিটে তিনি পরলোকগমন করেছেন।

 

হাভিয়ার পেরেজ ডে কুয়েলার ১৯৮১ সালে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন পেরুর এই কূটনীতিক।

 

জানা গেছে, শুক্রবার (৬ মার্চ) পেরেজের শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা হবে তার মরদেহ।

 

এ দিকে জাভিয়ের পেরেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

আরও পড়ুন  ইসরায়েলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ