ছাতকে মঈনপুর সংগীত একাডেমী’র যাত্রা শুরু

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

ছাতকে মঈনপুর সংগীত একাডেমী’র যাত্রা শুরু

 

প্রতিনিধি,ছাতক:

সুস্থ্য সংস্কৃতির নান্দনিক বিকাশের অভিপ্রায়ে সুনামগঞ্জের ছাতকে মঈনপুর সংগীত একাডেমীর উদ্বোধন করা হয়েছে।

 

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলার মঈনপুর বাজারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। একাডেমীর প্রতিষ্টাতা সভাপতি ও গীতিকার রহিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক জুনেদ আহমদ রুনুর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগীত শিল্পী আমির মোহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় দৈনিক ঢাকা ‘প্রতিদিন’ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার।

 

বক্তারা বলেন, গান হচ্ছে মনের খোরাক। গানের ভুবনে মুহুর্তের জন্যে হলেও হারিয়ে যায়নি এমন মানুষ হয়তো নেই। আমরা বাঙালি জাতি। সংস্কৃতির ভিতরেই আমাদের বেড়ে ওঠা। আমরা যুগ যুগ ধরে এক অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আর সম্প্রীতির বন্ধনের বাহন হচ্ছে গান। বক্তারা বলেন, ঘোর বিষন্নতার আধারে মন যখন আচ্ছন্ন থাকে, তখন নিজের একমাত্র সঙ্গী হয় গান। মনের ক্লান্তি, অবসাদ দূর করে নতুন উদ্যমে নিজেকে উজ্জীবিত করতে অনুপ্রাণিত করে গান। ১৯৭১ সালে শিল্পীরা, গান, আবৃতি, কবিতা ও উচ্চাঙ্গ সংগীতের মাধ্যমে এ দেশের স্বাধীনতার অগ্রযাত্রাকে এগিয়ে নিয়েছিলেন। বক্তারা আরো বলেন, চিরকাল ধরে বাঙালী গান প্রেমিক। বিভিন্ন ধারার গান আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এর মধ্যে অন্যতম লোকসংগীত, বাউল, আধুনিক, ক্লাসিক, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি। এসব গান আবহমান কাল থেকে বাঙালীর মনের খোরাক যুগিয়েছে। তবে আধুনিক প্রজন্ম এসব ধারা থেকে বের হয়ে পশ্চিমা ধাঁচের সংগীতের প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ছে। মঈনপুর সংগীত একাডেমী সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাহাব উদ্দিন, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, বাংরাদেশ মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, উসমান আলী।

আরও পড়ুন  কানাইঘাটে অস্ত্র-কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

 

এ সময় উপস্থিত ছিলেন, শানুর আলম খাঁন, গীতিকার সালাহ উদ্দিন ভান্ডারী, মতিউর রহমান, ফখর উদ্দিন, সোয়েব আহমদ, জুয়েল আহমদ, মিজানুর রহমান, সোহেল আহমদ, তবলা বাদক মুহিবুর রহমান প্রমুখ। এর আগে প্রধান অতিথি আমির মোহাম্মদ ফিতা কেটে একাডেমীর উদ্বোধন করেন।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ