করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু

 

প্রভাতবেলা ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আজ বুধবার নতুন একজন রোগী মারা গেছেন বলে জানিয়েছে আইইডিসিআর। বিদেশফেরত এক আত্মীয়ের মাধ্যমে তিনি আক্রান্ত হয়েছিলেন। তার বয়স ৬৫। তিনি একজন পুরুষ।

বুধবার (২৫ মার্চ) দুপুরে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী আক্রান্ত হননি।

তিনি বলেন, এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছাল ৫ জনে। দেশে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন।

ফ্লোরা বলেন, মারা যাওয়া রোগী একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স ৬৫ বছর, তার ডায়াবেটিস ও হাইপারটেনশন ছিল। এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৪৫ জন।

তিনি বলেন, ঢাকার বাইরেও করোনার পরীক্ষা করার ব্যবস্থা হচ্ছে। নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে ৮২ জনের। নতুন কেউ আক্রান্ত হননি। আমরা ৭৯৪ জনের নমুনা পরীক্ষা করেছি। অনেকের কাছে এ সংখ্যা কম মনে হচ্ছে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুসারে পরীক্ষা করছি।

আরও পড়ুন  সুনামগঞ্জের জগন্নাথপুর ‘লকডাউন’

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ