‘লকডাউন’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

‘লকডাউন’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

 

প্রভাতবেলা প্রতিবেদক:

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) লকডাউন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটি এই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।

সিকৃবির নিরাপত্তা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় আনুষ্ঠানিকভাবে সিকৃবি লকডাউন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গেইটে এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।’

সিকৃবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল মালেক স্বাক্ষরিত প্রাতিষ্ঠানিক ‘অতীব জরুরি বিজ্ঞপ্তি’তে উল্লেখ করা হয়েছে, আজ সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল গেইট দিন ও রাতে তালাবদ্ধ থাকবে। বাইরের কোনো জনসাধারণ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এমনকি জরুরি প্রয়োজন ছাড়া কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীও ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ক্যাম্পাসেই থাকেন, তারা একমাত্র জরুরি প্রয়োজনে বাইরে যেতে পারবেন।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ