জয়িতা জয়া’র ‘ছাড়পত্র’

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুন ৫, ২০২০

জয়িতা জয়া’র ‘ছাড়পত্র’

ছাড়পত্র চাচ্ছো,
কী বোকা তুমি!
ভালোবাসার কী ছাড়পত্র হয়
আছে তার কোন অবসর?
পালাতে চাও, উড়তে পারবে কতোটা
হৃদ প্রকোষ্ঠের বাঁধন ছিঁড়ে পালাবে
আছে তোমার ক্ষমতা অতোটা?

আমি কী তোমাকে বলেছি
আমার পুরো জীবনের ফ্রেমটার রঙিন ছবি হতে?
তুমি আমার বুকের ভেতরের
একটা অস্বচ্ছ পেন্সিল স্কেচ হয়ে থাকোনা!

ব্যথাই তো দিয়েছো, ব্যথাই নাহয় দিবে
তবু অন্য মানচিত্রে প্রবেশ করোনা
এতটা ব্যথা সইবার মতো নীল মানচিত্র
তুমি অন্য কোন গ্রহে খুঁজে পাবেনা!

প্রচন্ড ঝড় বৃষ্টিতে দৌড়ে এসে
একদিন যে বট-বৃক্ষের নীচে আশ্রয় নিয়েছিলে
যাত্রাপথে আশ্রয় নেয়া শুধু একজন পথিকের মতোই
পারবে সেই বট-বৃক্ষের ছায়া থেকে ছাড়পত্র নিতে?

কিছুই হারিয়ে যায়না…..
চেনা মানুষ, চেনা মুহূর্ত, আদরের ছায়া, টুকরো কথার স্রোত
জল হয়ে ভেসে থাকে, ছায়া হয়ে আঁকা থাকে মনের দেয়ালে…
হৃদয় মোছার তো ইরেজার নেই–
কীভাবে নেবে ছাড়পত্র?

আরও পড়ুন  ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সবকিছুই নিম্নমুখী, তুমি যা দিয়েছো পূজনীয়
এই দীর্ঘশ্বাস চিরকাল উর্ধ্বমুখী!
এই দীর্ঘশ্বাস কী তোমাকে ছাড়পত্র দেবে?

যদি পারো এদের কাছ থেকে ছাড়পত্র নিতে–
সেদিন চলে এসো,
তোমার সুখের জন্য নাহয় একটা মিথ্যে স্বাক্ষর
কোন আপত্তি না রেখে আমি দিয়েই দেবো তাতে…!!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ