বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার “জীবন ও জীবিকা”-কাদের

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার “জীবন ও জীবিকা”-কাদের

 

প্রভাতবেলা ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী ও কল্যাণমুখী বাজেট আগামীকাল জাতীয় সংসদে উত্থাপিত করা হবে।

 

বুধবার (১০ জুন) নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, বাজেট প্রণয়নের আগে দীর্ঘসময় নিয়ে অংশীজনদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবিদদের অভিজ্ঞতা ও পার্টির ইশতেহারের সঙ্গে সমন্বয় করেই বাজেট প্রণয়ন করা হবে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের মতামত নিয়েই যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার ও দলের অভ্যন্তরে সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সিদ্ধান্ত নেন। দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে একমাত্র আওয়ামী লীগেই গণতন্ত্র চর্চা হয়ে থাকে।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ