বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার মুশফিক

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার মুশফিক

 

মাঠে ময়দানে ডেস্ক:

 

যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ছড়িয়েছে বিশ্বের নানা প্রান্তে। ফুটবল মাঠে খেলোয়াড়রা বিভিন্নভাবে করে চলেছেন প্রতিবাদ। ক্রিকেটাররাও পিছিয়ে নেই। সোচ্চার হলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

 

নিজের ফেসবুক পেজে একটি ছবি পোষ্ট করে টাইগার তারকা শিরোনামে লিখেছেন, ‘আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন।’

 

দুই হাতে ধরে রাখা মুশফিকের প্ল্যাকার্ডেও ইংরেজিতে একই কথা লেখা।

 

গত ২৫মে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তার করতে গিয়ে হাঁটু দিয়ে মাটিয়ে ঠেসে ধরেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন। প্রায় দশমিনিট ধরে ফ্লয়েডের ঘাড় মাটিতে চেপে রাখেন তিনি। একপর্যায়ে ফ্লয়েড শ্বাস নিতে না পারার কথা জানালেও পাত্তা দেননি। ওই অবস্থাতেই মারা যান ফ্লয়েড। পরে ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আমেরিকা।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ