যুক্তরাজ্যে তিন মাস পর খুলল দোকানপাট

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

যুক্তরাজ্যে তিন মাস পর খুলল দোকানপাট

 

বিশ্বভূবন ডেস্ক:

যুক্তরাজ্যে লকডাউন শিথিল করায় সোমবার থেকে খুলে গেছে দোকানপাট। করোনা নিয়ন্ত্রণে তিন মাস ধরে বন্ধ ছিল এগুলো।

 

বিবিসি জানায়, দীর্ঘ দিন পর দোকানপাট খোলা পেয়ে হুমড়ি খেয়ে পড়েছে ক্রেতারা।

 

কোথাও কোথাও ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রাখায় দোকানের সামনে লম্বা লাইনের সৃষ্টি হয়। আবারও কোথাও কোথাও সামাজিক দূরত্বের বিষয়টি তারা তোয়াক্কাই করেনি।

 

কাপড়ের দোকান প্রাইমার্কের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতাদের অপেক্ষা করতে দেখা গেছে।

 

আবার অক্সফোর্ড স্ট্রিটে দেখা গেছে প্রচুর মানুষের ভীড়। এতে সামাজিক দূরত্বও মানেননি তারা। নাইকি টাউন দোকানের সামনে পড়ে যায় ক্রেতাদের হুড়োহুড়ি।

 

এদিকে আজ থেকে ইংল্যান্ডে গণপরিবহনে চড়তে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এই বিধিনিষেধ অমান্য করলে যাত্রীদের গুনতে হবে ১০০ পাউন্ড জরিমানা।

 

বাস, কোচ, ট্রেন, ট্রাম, টিউব, ফেরি অথবা প্লেন-যেকোনো কিছুতে চড়তে অবশ্যই মাস্ক পরা থাকতে হবে যাত্রীদের।

আরও পড়ুন  ইসরাইলকে যে হুশিয়ারি দিল ইরান

 

জনগণ যাতে এই বিধিনিষেধ ঠিকভাবে মেনে চলে সেজন্য বাস এবং রেলস্টেশনগুলোতে তিন হাজারের বেশি অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে পুলিশের কর্মকর্তারাও রয়েছেন।

 

এদিকে যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা এখন তিন লাখের কাছাকাছি, এর মধ্যে মারা গিয়েছেন ৪১ হাজারেরও বেশি মানুষ।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ