‘করোনা যোদ্ধা’ চুনারুঘাট থানার এএসআই ইমন

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

‘করোনা যোদ্ধা’ চুনারুঘাট থানার এএসআই ইমন

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই ‘ফ্রন্টলাইন যােদ্ধা’ হিসেবে লড়াই করছেন এএসআই ইমন । লকডাউনে ডিউটি করেছেন । ভয়কে জয় করেই সামনের সারিতে থেকে রাতদিন লড়ছেন । পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের মানুষের প্রতি নিখাদ ভালোবাসার কারণেই প্রতিনিয়ত ছুটেছেন উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে, মানুষকে সচেতন করার মানসে, মহামারি করোনার সংক্রমন থেকে বাঁচাতে । সেই এএসআই ইমনই একসময় করোনা আক্রান্ত হয়ে পড়েন ।

 

হবিগঞ্জের চুনারুঘাট থানায় কর্মরত এএসআই ইমনের ১৩ জুন করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে চুনারুঘাট উপজেলা হাসপাতালে আইসোলেশেনে থাকা ইমন করোনা উপসর্গমুক্ত আছেন ।

 

করোনা আক্রান্ত এএসআই ইমন বলেন, দেশের এই প্রতিকূল পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানি না।করোনা আতঙ্ক, অনিশ্চয়তা, সামাজিক ও পারিবারিক বিচ্ছিন্নতা, একাকিত্বের ক্লান্তি দীর্ঘদিন বহন করা কঠিন। তবু এই অভিজ্ঞতাই হয়তো ধৈর্য, সহনশীলতা, মানবিকতার চেতনায় জীবনকে অনুপ্রাণিত করবে । এই লড়াইয়ে জয় আসবেই। কেবল একটু ধৈর্য ধরতে হবে। আমি তো একা নই, সবাই মিলে আমরা লড়াই করছি ।

আরও পড়ুন  এমপি মোকাব্বির খান করোনায় আক্রান্ত

 

উল্লেখ্য, এএসআই ইমন ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামের সমাজসেবী আব্দুল মজিদের চতুর্থ সন্তান ।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ