করোনায় সোনালী ব্যাংকের এজিএমের মৃত্যু

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

করোনায় সোনালী ব্যাংকের এজিএমের মৃত্যু

 

প্রভাতবেলা ডেস্ক:

ক‌রোনাভাইরা‌সে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সোনালী ব্যাংক লিমিটেডের আগারগাঁও শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আব্দুস সবুর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া আজ সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম সলিমুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ন।

 

‌তি‌নি জানান, আব্দুস সবুর কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন। আজকে তার শ্বাসকষ্টসহ অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়ার পথে দুপুর সাড়ে ১২টায় দিকে মারা যান। এ নিয়ে সোনালী ব্যাংকের ছয়জন কর্মকর্তা মারা গেছেন এবং ব্যাংকের প্রায় ১৫০ জনের মতো কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

 

এছাড়া করোনা আক্রান্ত সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম সলিমুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলেও জানান তিনি।

আরও পড়ুন  কুষ্টিয়ায় জীবাণুমুক্তকরণ টানেল স্থাপন করল সেনাবাহিনী

 

ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনায় মারা যাওয়া সোনালী ব্যাংকের এজিএম মো. আব্দুস সবুর ব্যাংকে ২০০০ বি আর সি ব্যাচে যোগদান করেছিলেন।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ