হুইপ গিনির নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

হুইপ গিনির নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

 

প্রতিনিধি, গাইবান্ধা:

 

জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনির নামে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

সোমবার বিকালে হুইপ মাহাবুব আরা বেগম গিনির ব্যক্তিগত কর্মকর্তা আহমেদুর রহমান মণ্ডল শরীফ এ জিডি করেন।

আহমেদুর রহমান মণ্ডল শরীফ বলেন, জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনির নামে কে বা কারা ভুয়া ফেসবুক আইডি খুলেছে। বিষয়টি নজরে আসায় হুইপের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

হুইপ মাহাবুব আরা বেগম গিনির নাম ব্যবহার করে ফেসবুকে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা দরকার।

জিডিতে উল্লেখ করা হয়, হুইপ মাহাবুব আরা বেগম গিনির নামে অজ্ঞাত ব্যক্তিরা ফেসবুক আইডি-পেজ-গ্রুপ খুলে তাতে মিথ্যা প্রচার এবং নানারকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন  ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ: নিহত বেড়ে ২৩

গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ