উপবৃত্তির টাকা হাতিয়ে নিতে প্রতারক চক্র তৎপর

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২০

উপবৃত্তির টাকা হাতিয়ে নিতে প্রতারক চক্র তৎপর

প্রভাতবেলা প্রতিবেদক: প্রতারক চক্র যেন খাবলে খেতে খায় সোনার বাংলাকে। একের পর এক প্রতারণার ফাঁদ পাতছে এই চক্র। বিস্তার লাভ করছে তাদের জাল। রিজেন্ট, জেকেজি নিয়ে দেশে যখন তোলপাড়, তখনও থেমে নেই মতলববাজ প্রতারকচক্র। কোমলমতি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নেবার ফাঁদ পেতেছে এই চক্র। নানা কৌশলে তারা বিকাশ নাম্বার পিন নাম্বার সংগ্রহ করে হাতিয়ে নেবার অপচেষ্টা করছে। মোবাইলে মেসেজ এর মাধ্যমে তারা জানান দেয় আপনি উপবৃত্তির টাকা পেয়েছেন। এরপর বিকাশ নাম্বার, পিন নাম্বার এগুলো কৌশলে নিয়ে নেয়। সংঘবদ্ধ একটি চক্র এ প্রতারণা করছে।

প্রতারকদের এমনি একটি মেসেজ সামাজিক মাধ্যমে আপলোড দিয়েছেন কক্সবাজার পিবিআই সদস্য সুবেন দেব। তিনি সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।

তিনি লিখেছেন: “ একটু আগে এই নাম্বার থেকে ম্যাসেজ আসছে,আমি সরকারের দেওয়া উপবৃত্তি পাইছি,

নিচে ম্যাসেজ স্ক্রিনশট দিলাম..!
অবাক হলাম আমিতো উপবৃত্তি পাবার কোনো কাগজপত্র জমা দেই নাই,কেমনে কি..?
নিচের নাম্বারে ফোন দিলাম,শিক্ষাবোর্ড থেকে প্রফেসর রায়হান পরিচয় দিলো,বলতেছে আপনার একটা বিকাশ পারসনাল নং দিতে হবে,উপবৃত্তির টাকাটা পাঠাব,
প্রতিউত্তরে আমি বললাম পারসনাল কেনো এজেন্ট নং নেন,প্রতারক বলল পারসনাল নং ছাড়া হবে না..!

আরও পড়ুন  করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী

বুঝার আর বাকী নাই প্রতারণা ।

সব ছাত্র-ছাত্রী  এ ধরনের ম্যাসেজ পেলে ইগনোর করবেন,প্রতারণার শিকার হবেন না..!”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ