সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৪
লাইভ সম্প্রচার ইস্যুতে ভেস্তে গেল আলোচনা: দেশজুড়ে আলোচিত এ ঘটনার সমাধানের দোরগোড়ায় এসেও মিললো না সমাধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে উপস্থিত হয়েও বৈঠক করলেন না জুনিয়র চিকিৎসকরা। একাধিক চিঠি-ইমেল, শর্ত আরোপ, শর্ত মেনে নেওয়া- দীর্ঘ ৫৬ ঘণ্টার নানা নাটকীয় পরিস্থিতি পার করেও শুধুমাত্র একটি কারণে বৃহস্পতিবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী ও জুনিয়র চিকিৎসকদের বৈঠক ভেস্তে যায়।
এ দিন রাজ্যের সঙ্গে চিকিৎসকদের এই আলোচনার দিকে তাকিয়ে ছিলেন গোটা দেশের মানুষ। নির্দিষ্ট পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার উদ্দেশ্যে সরকারের বেঁধে দেওয়া সময়ের কিছু পরেই নবান্নে পৌঁছেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু বৈঠকের লাইভ সম্প্রচার হবে না জেনে বৈঠক কক্ষের বাইরে অবস্থান নেন তারা। জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দেন- লাইভ স্ট্রিমিং ছাড়া কোনো আলোচনা হবে না। চিকিৎসকদের এ অনড় অবস্থানের কারণে প্রায় দুই ঘণ্টা বৈঠক কক্ষে থাকার পরে বৈঠক বাতিল করে নিজের কার্যালয় ১৪ তলায় ফিরে যান মমতা। এরপর আবার সভাঘরে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
তিনি বলেন, ‘আমাকে অনেক অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবুঝি, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রঙ বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু আশা করি, মানুষ বুঝেছেন, ওরা বিচার চায় না। চেয়ার চায়।’
ক্ষমা চাইছি: এ সময় রাজ্যের আমজনতার উদ্দেশেও হাতজোড় করে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। কথা বললেই সমস্যার সমাধান হয়। জেদাজেদি করবেন না। এত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। আমার হৃদয় কাঁদছে। ২৭ জন মারা গেছে। ৭ লাখ মানুষ চিকিৎসা পাননি। ডাক্তারেরা ভগবান। কিন্তু আমার হৃদয় কাঁদছে।’
মমতা আরও বলেন, ‘আশা করেছিলাম, ছোটরা এসে কথা বলবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সময় পেরিয়ে গেছে। রাজ্য সরকার যা করবে, তাতে বাধা দেব না, জানিয়েছে সুপ্রিম কোর্ট। আমি এটাকে ঔদ্ধত্য হিসেবে দেখছি না।’
হাত-পা বাঁধা মুখ্যমন্ত্রীর: জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও কার্যত হাত-পা বাঁধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া হলে গণহারে ইস্তফা দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্যের সিনিয়র চিকিৎসকরা।
প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করলেন জুনিয়র চিকিৎসকরা: নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের পক্ষে অর্ণব মুখোপাধ্যায় বলেন, ‘স্বচ্ছতার কারণেই আমরা লাইভ সম্প্রচারের দাবি জানিয়েছিলাম। কিন্তু কী অসুবিধা তা প্রশাসনের পক্ষে স্পষ্ট করে জানানো হয়নি। শুনলাম, মুখ্যমন্ত্রী বলেছেন, উনি চেয়ার ছেড়ে দিতে রাজি আছেন। এটা শুনে আমরা হতাশ হয়েছি। কারণ, চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসিনি। আমরা এসেছিলাম ন্যায়বিচারের দাবিতে।’
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি