সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
শুক্রবার (২০ অক্টোবর) ওই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক হাসান মাতুব্বর।
মামলার বিষয়ে হাসান মাতুব্বর বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে মামলা গ্রহণ করি। পরে আইন অনুযায়ী কোর্টে হাজির করি আসামিকে। মামলার এজাহার দেখে সবকিছু বিবেচনা করে কোর্ট আসামি সৈকতকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে ভুক্তভোগী অভিনেত্রী শায়লা সাথী বলেন, আসামি সৈকত ২০১৯-২০২০ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে একদিন ক্যাম্পাসে আমার সামনে এসে নিজের পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করেন। আমি তার কথার উত্তর না দিয়ে নিজের ক্লাসে চলে যাই। এরপর আসামি সৈকত আমার জুনিয়র হওয়া স্বত্বেও বিভিন্ন সময় মোবাইলে ও ফেসবুকে বিভিন্নভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কিন্তু আমি তাকে কোনো পাত্তা দেই নাই।
এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য দুপুরে ক্যাম্পাসে আসি। ক্যাম্পাসের শান্ত চত্ত্বরে অবস্থানকালে আসামি সৈকত পূর্বপরিকল্পিতভাবে আমার শ্লীলতাহানি করে চলে যায়। পরে ঘটনার বিষয়ে আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লিখিতভাবে অভিযোগ দেই। প্রক্টরের নির্দেশে কোতয়ালী থানা পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে আসামিকে আটক করেন। আটকের পরে সে পুলিশের সামনে ঘটনার সত্যতা স্বীকার করে।
আসামি মেহেদী হাসান সৈকত জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের অনুসারী কর্মী বলে জানা গেছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি