আলোচিত জনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

আলোচিত জনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রভাতবেলা ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পায়ের রগ কেটে আলোচিত ও চাঞ্চল্যকর জনি হত্যা মামলার প্রধান আসামি সাচ্চু মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি উপজেলার তালশহর এলাকার আবু সামার ছেলে।

 

রোববার র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল নোমান এ তথ্য জানান। এর আগে শনিবার জেলা শহরের মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শহরের মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তার করা হয়েছে।

 

জানা গেছে, গত ১৪ আগস্ট রাত সোয়া ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে সাচ্চু মিয়াসহ অন্যান্য আসামিরা জনি মিয়া ও আউয়াল মিয়াকে আশুগঞ্জ উপজেলার তালশহরের একটি ব্রিজের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালান। এ সময় জনি মিয়ার দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ও আউয়ালকেও কুপিয়ে আহত করেন। পরে জনি মারা যান। চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ