সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩
বিশ্বভূবন ডেস্ক:
বিবিসি জানিয়েছে, গতকাল (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রোববার রাতে রাজধানী কিয়েভে একটি ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে সাজানোর সময় এসেছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে মন্ত্রণালয়ে নতুন পদ্ধতি প্রণয়ন এবং একই সাথে সামগ্রিকভাবে সামরিক ও সামাজিক মিথস্ক্রিয়া করার জন্য ঢেলে সাজানোর প্রয়োজন।
ইউক্রেনীয় মিডিয়ার ধারণা, ৫৭ বছর বয়সী রেজনিকভ লন্ডনে কিয়েভের নতুন রাষ্ট্রদূত হবেন, কারণ সেখানে তিনি সিনিয়র রাজনীতিবিদদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন। তিনি নিয়মিত ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সাথে বৈঠকে যোগ দিচ্ছেন এবং অতিরিক্ত সামরিক সরঞ্জামের জন্য লবিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
রেজনিকভের উত্তরসূরি হয়ে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিল পরিচালনাকারী রুস্তেম উমেরভ। রেজনিকভ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর আগে থেকেই মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি