সিলেট ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে টানা ১৫ বছর দায়িত্ব পালন করেছেন আব্দুল মালেক সরকার। সফলতার সঙ্গে টানা তিন মেয়াদে ফুলবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি।
কিন্তু পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান। কিন্তু দলীয় মনোনয়ন পান মোসলেম উদ্দিন অ্যাডভোকেট। এ কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এতে নৌকার প্রার্থীকে ৯ হাজার ৭২৭ ভোটে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার।
প্রায় এক যুগ পর আসনটিতে সংসদ সদস্য পরিবর্তন হয়। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জয়ের পর এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মালেক সরকার বলেন, ‘আল্লাহ আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আমি যেন জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করতে পারি।’
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি