সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
জানা যায়, অভাবের কারণে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরোতে পারেননি রুনা। পৌরসভার পৌলি এলাকার আলতাফ-জহুরা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে রুনা চতুর্থ। ওই দম্পতির বড় ছেলে কয়েক বছর আগে বিয়ে করে স্ত্রী-সন্তানকে নিয়ে আলাদা থাকছেন। আরো দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ২০১৬ সালে পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য জমি বিক্রি করে সেই টাকা দিয়ে সৌদি আরবে যান রুনা কিন্তু পা ভেঙে যাওয়ায় আবার দেশে ফিরে আসতে হয় তাকে। পরে বাধ্য হয়েই জীবন সংগ্রামের জন্য ইজিবাইক চালানো শুরু করেন তিনি।
তিনি আরো বলেন, প্রতিদিন ভোরে ইজিবাইক নিয়ে বের হয়ে দুপুর পর্যন্ত চালাই। বাসায় এসে আবার কাজকর্ম করে বিকেল থেকে রাত পর্যন্ত ইজিবাইক চালিয়ে যে টাকা আয় হয় তা থেকে পাঁচশ টাকা মালিককে দিতে হয়। বাকি টাকা দিয়ে অসুস্থ বাবা-মার ওষুধসহ সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হয়। কোনো মতে চলে যাচ্ছে আমাদের চারজনের সংসার।
রুনার মা জহুরা বেগম বলেন, আমার বড় ছেলে আলাদা থাকে। আমাদের কোনো খোঁজখবর রাখে না। দুই মেয়েকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছি। আমি ও আমার স্বামী দুজনেই অসুস্থ। আমরা তো কিছুই করতে পারি না। আমার ছোট আরো এক ছেলে আছে। প্রতিদিন ওষুধসহ সংসারে অনেক টাকার প্রয়োজন। আয় করার মত কেউ নেই। তাই সংসারের হাল ধরার জন্য রুনা ইজিবাইক চালায়। অনেক ভয় হয় রুনার জন্য, তারপরও আমাদের কথা চিন্তা করে ইজিবাইক চালিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করে যাচ্ছে।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল বলেন, বিষয়টি আপনার কাছ থেকেই শুনলাম। রুনা মেয়ে হয়ে এমন কঠিন কাজ করে সংসারের হাল ধরেছে তা একদিকে যেমন প্রশংসার দাবিদার অন্যদিকে কষ্টকরও বটে। রুনার সঙ্গে যোগাযোগ করে তার জন্য আমাদের যতটুকু করণীয় আমরা চেষ্টা করব।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি