সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪
তানজীল শাহরিয়ার
ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ২৮তম ম্যাচে ইলেভেন ব্রাদার্স ক্লাবকে ৪৭ রানে হারিয়েছে ইলেভেন স্টার্স ক্লাব।
রাতে বৃষ্টির কারণে খেলা বিলম্বে শুরু হয়। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩২ অভার করা হয়। ইলেভেন ব্রাদার্স টসে জয়লাভ করে ইলেভেন স্টার্সকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। ২য় অভারে ৭ রানে অপেনার নাহিদকে হারায় ইলেভেন স্টার্স।
২য় উইকেটে ৯৫ রান তোলেন রায়হান এবং শাফি। তবে, শাফিকে সাজঘরে ফেরত পাঠিয়ে ইলেভেন ব্রাদার্সকে ব্রেক থ্রু এনে দেওয়া ইমতিয়াজ নজরুল এবং পারভেজকেও দ্রুত আউট করে দিলে খানিকটা চাপে পড়ে ইলেভেন স্টার্স। রায়হান আর মামুনের উইকেট তুলে নিয়ে আকাশও ব্যাকফুটে ঠেলে দেন ইলেভেন স্টার্সের ব্যাটারদের।
৭ম উইকেটে ৫৪ রান তুলে খেলায় ফিরে আসে ইলেভেন স্টার্স। ইনফর্ম ব্যাটার এনাম এবং হাসান দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে ‘চালকের আসনে’ বসিয়ে দেন। শেষের দিকের ব্যাটাররা দ্রুত রান তুলতে না পারায় দুইশ’ রানের মাইলফলক স্পর্শ করার আগেই থামে ইলেভেন স্টার্সের ইনিংস।
৩২ অভারে সব উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে ইলেভেন স্টার্স।
শাফি মাত্র ৩৯ বলে ৫৪ রান করেন, তার ইনিংসে ছিলো ৬টি চার, এবং ২টি ছক্কা। রায়হান ৪৫ রান করেছেন। এনাম ৩৩ রান তুলতে খেলেছেন ২৮ বল, হাঁকিয়েছেন ৪টি ছক্কা! মামুন এবং হাসান ১৫ রান করে সংগ্রহ করেছেন।
ইলেভেন ব্রাদার্সের ইমতিয়াজ ৪১ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। আকাশ ৩টি, সায়েম ২টি উইকেট লাভ করেন।
১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা সুবিধাজনক হয়নি ইলেভেন ব্রাদার্সের। ৯.২ অভারে ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। ৪র্থ উইকেটে ৩২ রান তুলে সানি এবং মাহমুদ ইলেভেন ব্রাদার্সকে ম্যাচে ‘টিকিয়ে’ রাখেন। তবে ৭৫ থেকে ৯২ রানের মধ্যে ৪টি উইকেট তুলে নেয় ইলেভেন স্টার্সের বোলাররা।
৮ম উইকেটে ৪২ রান তুলে বিপর্যয় সামাল দেন ইমতিয়াজ এবং সায়েম। তবে, রান তাড়ায় সেটি ব্যবধান কমানো ছাড়া আর কোনো ভূমিকা রাখতে পারেনি।
২৮.৩ অভারে সব উইকেট খুইয়ে সাকল্যে ১৪৬ রান তুলে ইনিংস সমাপ্ত করে ইলেভেন ব্রাদার্স।
সানি ২৬, ইমতিয়াজ ২৪, সায়েম ১৫, মাহমুদ ১৪, রুমেল ১১ রান করেন।
হাসান ৩৪ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। পারভেজ এবং রাহুল ২টি করে উইকেট পান। মামুন, এনাম ১টি করে উইকেট লাভ করেছেন।
ম্যাচ সেরা নির্বাচিত হন ইলেভেন স্টার্স ক্লাবের হাসান।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি