সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩
বৃহস্পতিবার সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন অবস্ এন্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আফরোজ শিলা।
ডা. সুলতানা আফরোজ বলেন, ‘নরসিংদী থেকে ওই নারী আজ সকালে আমাদের গাইনি বিভাগে ভর্তি হন। এরপর তিনি ৫ নবজাতকের জন্ম দেন। জন্মের সময় এক কন্যা নবজাতকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার মেয়ে ও এক ছেলে নবজাতকের জন্ম দেন তিনি। বাকি চারজনকে এনআইসিইউতে ভর্তি করা হয়েছে। পাঁচ সন্তান জন্ম দেওয়া ঐ নারী অবজারভেশনে চিকিৎসাধীন আছেন।’
ওই পাঁচ সন্তান জন্ম দেওয়া মানসুরার স্বামী আমির উদ্দিন মামুন জানান, সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে ভর্তি করেন।পরে পাঁচ নবজাতকের নরমাল ডেলিভারি করেন। তবে পাঁচ নবজাতকেরই ওজন খুবই কম। তাদেরকে এনআইসিইউতে রেখেছেন চিকিৎসকেরা। তবে সন্তানদের মায়ের অবস্থা ভালো আছে।
তিনি আরো বলেন, ‘আমি পেশায় একজন সিএনজি চালক। আমার একে একে পাঁচ সন্তানের জন্ম হয়েছে।এদের মধ্যে একটি কন্যা সন্তান মারা গেছে। আমি বাচ্চাদের নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। এই বাচ্চাদের লালন পালনে অনেক খরচ হবে। আমি সেটা বহন করতে পারব কিনা জানিনা। তবে আমি আমার বাচ্চাদের লালন-পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
বাচ্চাদের সর্বশেষ অবস্থা জানতে চাইলে এনআইসিইউ আইএমও ডা. সাবিহা সুলতানা বলেন, ‘আমাদের এখানে চারটি বাচ্চা পাঠানো হলে আমরা তাদের রিসিভ করি। তবে তাদের ওজন কম হওয়ায় সবাই আশঙ্কাজনক। তারা ২৭ সপ্তাহে ভূমিষ্ঠ হয়েছে তাদের চারজনের শ্বাসকষ্ট রয়েছে বলে জানান তিনি।’
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি