এনআইডি জালিয়াতি: জগন্নাথপুরে নির্বাচন কর্মকর্তাসহ আটক ২

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

এনআইডি জালিয়াতি: জগন্নাথপুরে নির্বাচন কর্মকর্তাসহ আটক ২

প্রভাতবেলা প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ লেনদেনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য জালিয়াতির অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান (৫০) ও ডেটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৫)।

জানা গেছে, সোমবার বিকেলে ঢাকা নির্বাচন কার্যালয়ের এনআইডি শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি দুর্নীতির অভিযোগ তদন্তে আসে। তদন্তকারী দল বিভিন্ন নথিপত্রসহ ডকুমেন্ট পর্যবেক্ষণ করে এনআইডি-সংক্রান্ত তথ্য সংযোজন-বিয়োজন এবং বায়োমেট্রিক্স জালিয়াতির তথ্য-প্রমাণ পায়। পরে তদন্তকারী কর্মকর্তারা থানায় খবর দিলে পুলিশ অভিযুক্ত ওই দুজনকে আটক করে।

এ ঘটনায় আজ (মঙ্গলবার) সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা  বলেন, ‘নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন  খালেদার স্বাস্থ্য প্রতিবেদন হাইকোর্টে, শুনানি কাল

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, ‘মামলার পর আসামিদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ